blog details
  • By Admin
  • 0 Comments
  • 29 Sep 2022

নিরাপদ পানির জন্য ট্যাংক ক্লিনিং

    ঢাকা শহরে পানি নানাভাবে দূষিত হয়। বিশেষ করে খাবার পানি। প্রধানত বাসাবাড়ি কিংবা অফিসের পানির ট্যাংকি দীর্ঘদিন পরিস্কার না করার কারনে আমাদের অজান্তে পড়ে থাকে ধুলোর আস্তরণ, শ্যাওলা, ছত্রাকজাতীয় উদ্ভিদ, লাইনে আসা ময়লা, মৃত পোকামাকড় ও দেওয়ালের আস্তরণ। এতে পানি বেশি দুর্গন্ধযুক্ত এবং দূষিত হয়। আর এই দূষিত পানি ব্যবহারের ফলে শরীরে বাসা বাঁধতে থাকে নানা মরণব্যধী রোগ। আর এ দূষিত পানি পান করে এশিয়া মহাদেশে গড়ে প্রতি বছর কমপক্ষে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) লোক মারা যায়, সূত্র দৈনিক জনকণ্ঠ ৯.০৮.২০০০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে বলা হয়েছে শতকরা ৭৫- ৮৫ ভাগ ক্যান্সার পানি এবং পরিবেশ থেকে সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে , প্রতি ৬ মাস অন্তর একবার করে অন্তত ওয়াটার ট্যাংক ক্লিন করা প্রয়োজন। সুতরাং আপনার ভবনের পানির ট্যাংকি ও সার্ভিস পাইপ এবং কন্সিল পাইপ নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়মিত পরিস্কার রাখুন।

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

Name*
email*
comment*