মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য
স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের অনলাইন ব্লাড ব্যাংক lifecyclebd.org এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা প্রচলিত অর্থে ব্লাড ব্যাংক নই। আমাদের সদস্যগণরাই স্ব-স্ব ব্লাড ব্যাংক। অর্থাৎ আমরা স্বেচ্ছা-রক্তদাতাদের তথ্য সংরক্ষনকারী একটি প্রতিষ্ঠান বা অনলাইন ডাটাবেইজ। এখানে দেশের যে কোন স্থান থেকে যে কোন ব্যক্তি অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে তার তথ্যাদি প্রদান করে আমাদের সদস্য হতে পারেন। আবার দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন সময়ে রক্তের প্রয়োজন পূরণে আমাদের তাৎক্ষণিক সহয়োগিতা নিতে পারবেন।
আমাদের কাছে আপনার সমস্যাটাই বড়। আমাদের কল সেন্টার দেশবাসীর সেবায় প্রস্তুত বয়েছে।
তাহলে আসুন, আর দেরী নয়। আজই আমাদের অনলাইন সার্ভিস গ্রহন করে মানবকল্যাণে নিজেকে নিবেদিত করতে lifecyclebd.org এর সদস্য হউন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন।
আমাদের কর্মসূচী:
১ স্বেচ্ছায় রক্তদান
২ প্লাজমা ও প্লাটিলেট ডোনেশন
৩ ব্লাড গ্রুপিং ক্যাম্প
৪ ব্লাড ডোনার মোটিবেশন প্রোগ্রাম
৫ ব্লাড ডোনেশন সচেতনতা প্রোগ্রাম
স্বেচ্ছায় রক্তদান করতে ও রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন: 01709 848480-81, 01709 848483-6, 01709 848487-8