দরিদ্র ও দাফন কার্যের ব্যয় বহনে অক্ষম মৃতদেহ, বেওয়ারিশ লাশ এবং সমাজের সর্বস্তরের মানুষের দাফন বা সৎকারের ব্যবস্থা করা হয় । আমরা অতন্ত যত্নের সাথে ধর্মীয় অনুশাসন মেনে ও শরিয়তসম্মত উপায়ে সেবা প্রদান করি। আমাদের দাফন সেবায় মৃতদেহকে পরিপূর্ণভাবে কবরস্থ করার যাবতীয় ব্যবস্থা রয়েছে। যেমন, প্রাকের নিজস্ব এম্বুলেন্স ও লাশবাহি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্তে প্রত্যাশিত কবরস্থানে পৌছে দেয়ার ব্যবস্থা করা হয় যেমন , কফিন বক্স, কাফনের কাপড়, কাফন পরানো, সাবান, গোলাপ জল আতর, শবদেহের গোসল করানো, সুরমা, কর্পূর, আগড় বাতী ইত্যাদি। এসব সেবার জন্য মৃতদেহের অভিভাবকদের কাছে থেকে আমরা অল্প কিছু হাদিয়া গ্রহণ করে থাকি।
আমাদের সেবাসমূহ:
(১) মাইয়্যেতের গোসল
(২) দাফন সেবা
(৩) বেওয়ারিশ লাশ দাফন সেবা
(৪) লাশ পরিবহন
দাফন কাফনের ক্ষেত্রে সহযোগীতা পেতে আজই ফোন করুন +8801913450865