করোনা মহামারিতে মানুষ যখন দিশেহারা সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবা খাতে যখন মুখ থুবড়ে পড়ছিলো, ঠিক সে সময়ে অসহায় দুস্থ ও সর্বসাধারণকে স্বাস্থসেবা নিশ্চিত করতে পথচলা শুরু হয় ডায়াগনস্টিক এন্ড প্যাশেন্ট কেয়ার (ডি.পি.সি)। এ সংকট মোকাবেলায় আমরা তখন এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ছিলাম। আক্রান্তরোগীকে পরিচর্যা, প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা করা,অক্সিজেন এবং মেডিসিন সরবরাহ ও বাসায় গিয়েফিজিও থেরাপি সেবা প্রদান করা হয়।
বর্তমানে তিনটি বিভাগ নিয়ে আমাদের কার্যক্রম চালু রয়েছেঃ
ল্যাবরেটরী সেবাঃ স্বল্প বা বিনামূল্যে বাসা থেকে রক্ত, মল ও মুত্রের সেম্পল সংগ্রহ করে পরিক্ষা নিরিক্ষা করা এবং বাসায় রিপোট পৌঁছানো।
ফিজিওথেরাপী সেবাঃ কোমর ব্যথা, ঘাড় ব্যথা , হাটু ব্যথা ও প্যারালাইস্ট রোগিকে বাসায় গিয়ে স্বল্পমূল্যে বা বিনা মূল্যে সেবা প্রদান করা হয়। আমাদের ঠিকানাঃ হাজী আশরাফ আলী রোড মোক্তারপাড়া মিরপুর, ঢাকা।
প্যাশেন্ট কেয়ার সেবাঃ স্বল্পমূল্যে বা বিনা মূল্যে বাসায় গিয়ে ক্ষতস্থানে ড্রেসিং, ক্যানুলা, ইঞ্জেকশন পুশ, স্যালাইন, ব্লাড প্রেসার মাপা, ডায়াবেটিস পরীক্ষা, অক্সিজেন মাস্ক ও সিলিন্ডার সেবা প্রদান করা হয়।